Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৭

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব থানা পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ার গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন, আরেক যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি। আর বাকি তিন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়েছেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। এ সময় অটোরিকশাও যাচ্ছিল ভৈরবের দিকে। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশা ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।

সারাবাংলা/ইএইচটি/ইআ

কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনায়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর