Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের দিনে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫১

দুর্দান্ত মাহেদিতে বাংলাদেশের জয়

ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন লড়াকু স্কোর। বল হাতে আরও ভয়ংকর হয়ে উঠলেন বাংলাদেশ স্পিনার শেখ মাহেদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৭ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে মাহেদির ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। মাহেদির ৪ উইকেটের সুবাদে উইন্ডিজকে ৭ রানে হারিয়ে বিজয় দিবসের দিনে বাংলাদেশকে দারুণ এক জয় উপহার দিল লিটন দাসের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৪৮ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। এক রানের মাথায় ব্রেন্ডন কিংকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি।

এরপর শুরু মাহেদি জাদুর। একের পর এক উইন্ডিজ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসান এই স্পিনার। তার ৪ উইকেটের সুবাদেই ৬১ রানে ৭ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রানে ৪ উইকেট নিয়ে এটাই মাহেদির ক্যারিয়ার সেরা বোলিং।

৭ উইকেট হারানোর পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এর মূল কারিগর ছিলেন রোভমান পাওয়েল। ৫ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৬০ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান পাওয়েল। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শেপার্ড, তিনি করেন ২২ রান।

তবে হাসান মাহমুদ পাওয়েলকে ফেরালে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্ন। শেষ ওভারে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অলআউট করে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৫ রানের মাথায় তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। ৬ রান করা তামিম ফিরেছেন আকিল হোসেনের বলে বোল্ড হয়ে। পরের বলেই শূন্য রানে লিটনকে ফেরান আকিল। আফিফও বেশি রান করতে পারেননি, ফিরেছেন ৮ রানে।

৩০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখিয়েছেন সৌম্য-জাকের জুটি। এই জুটি ৪৭ রান তুলে বাংলাদেশের লড়াই করার স্কোরের ভিত গড়েছেন। ২৭ বলে ২৭ রান করা জাকের ফিরেছেন শেপার্ডের বলে।

হাফ সেঞ্চুরির কাছে গিয়েও সেটা পাননি সৌম্য। ৩ ছক্কা, ২ চারে সাজানো ইনিংসে সৌম্য ফিরেছেন ৩২ বলে ৪৩ রানে। বাংলাদেশের ইনিংসকে এরপর টেনে নিয়ে গেছেন শামিম-মাহেদি জুটি। এই দুই ব্যাটারের ক্যামিও ইনিংসে ষষ্ঠ উইকেটে যোগ হয়েছে মহামূল্যবান ৪৯ রান।

বিজ্ঞাপন

২ চার ও এক ছক্কায় ২৪ বলে ২৬ রান করেন মাহেদি। এক চার ও তিন ছক্কায় মাত্র ১৩ বলে ২৭ রান করেন শামিম। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৭ রান তোলে বাংলাদেশ।

বল হাতে উইন্ডিজের সেরা বোলার আকিল, ১৩ রানে নিয়েছেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন ম্যাককয়ও।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেখ মাহেদি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর