সৌম্য-শামিম ঝড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
১৬ ডিসেম্বর ২০২৪ ০৭:৫১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-২০তে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার, জাকের আলি, শামিম হোসেন, মাহেদি হাসানদের সাহসী ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে ১৪৭ রানের স্কোর গড়েছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৫ রানের মাথায় তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। ৬ রান করা তামিম ফিরেছেন আকিল হোসেনের বলে বোল্ড হয়ে। পরের বলেই শূন্য রানে লিটনকে ফেরান আকিল। আফিফও বেশি রান করতে পারেননি, ফিরেছেন ৮ রানে।
৩০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখিয়েছেন সৌম্য-জাকের জুটি। এই জুটি ৪৭ রান তুলে বাংলাদেশের লড়াই করার স্কোরের ভিত গড়েছেন। ২৭ বলে ২৭ রান করা জাকের ফিরেছেন শেপার্ডের বলে।
হাফ সেঞ্চুরির কাছে গিয়েও সেটা পাননি সৌম্য। ৩ ছক্কা, ২ চারে সাজানো ইনিংসে সৌম্য ফিরেছেন ৩২ বলে ৪৩ রানে। বাংলাদেশের ইনিংসকে এরপর টেনে নিয়ে গেছেন শামিম-মাহেদি জুটি। এই দুই ব্যাটারের ক্যামিও ইনিংসে ষষ্ঠ উইকেটে যোগ হয়েছে মহামূল্যবান ৪৯ রান।
২ চার ও এক ছক্কায় ২৪ বলে ২৬ রান করেন মাহেদি। এক চার ও তিন ছক্কায় মাত্র ১৩ বলে ২৭ রান করেন শামিম। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৭ রান তোলে বাংলাদেশ।
বল হাতে উইন্ডিজের সেরা বোলার আকিল, ১৩ রানে নিয়েছেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন ম্যাককয়ও।