আলোচিত সাবেক এমপি নদভী আটক
১৫ ডিসেম্বর ২০২৪ ২২:৩৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০২:৩৬
ঢাকা: আত্নগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
রোববার রাতে (১৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০)। তবে কোন মামলায় নদভীকে গ্রেফতার দেখানো হতে পারে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। এদের মধ্য থেকেই কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক হলেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম