পাঁচ মাসে ১০ বছরের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
১৫ ডিসেম্বর ২০২৪ ২১:৪৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০০:৪০
ঢাকা : চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯ শতাংশ; যা গত এক দশকের মধ্যে সবচেয়ে কম। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ০৬ শতাংশ এবং এরও আগের অর্থবছরে (২০২২-২৩) এ হার ছিল ১৮ দশমিক ৪১ শতাংশ।
বিগত বছরগুলোর এডিপি বাস্তবায়নের হার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ বছরের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল দ্বিতীয় সর্বনিম্ন। ওই অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল ১৬ দশমিক ৮৪ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর তথ্য অনুযায়ী, সরকারি সংস্থাগুলি মোট ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দ থেকে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে।
আইএমইডি কর্মকর্তাদের মতে, অনেক চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমিয়ে দেওয়ার কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়ে গেছে। এছাড়া নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরও কমে গেছে।
আইএমইডি সূত্রে জানা যায়, জুলাই-নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকে ১৯ হাজার ৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা ব্যয় হয়েছে।
সারাবাংলা/জেজে/আরএস