Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. মুহাম্মদ ইউনূস
পৃথিবীতে একমাত্র বিস্ময়কর নেতা যার শতাধিক ডিগ্রি রয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা

ঢাকা: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা, যিনি এত সম্মানিত ও যার এমন শক্তশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এসব কথা বলেন।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা

রামোস হোর্তা বলেন, আগামীতে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। এছাড়াও রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কূটনৈতিক ও সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ চক্র (বিসিএম) প্রতিষ্ঠার জন্যও সমঝোতা সই হয়েছে।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও ড. মুহাম্মদ ইউনূস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এ ছাড়া তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমপি

ড. মুহাম্মদ ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর