Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৬

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান

ঢাকা: স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করতে চায় পাকিস্তান। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ‘বাংলাদেশ ওষুধশিল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।’ তার মতে, দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।

প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় তারা স্বাস্থ্যসেবা, ওষুধ আমদানি ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ওষুধ আমদানি পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর