Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজ্ঞাপনের দাবিতে জনপ্রশাসনে অবসরপ্রাপ্ত বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:০১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

জনপ্রশাসন সচিবের দফতরের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তারা। ছবি: সারাবাংলা

ঢাকা: কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে, কেউ কেউ দলবদ্ধভাবে সংবাদপত্র বিছিয়ে মেঝেতেই বসে পড়েছেন। তারা সকলেই এক সময় এই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়েই বিভিন্ন ঊর্ধ্বতন পদে কাজ করে গেছেন। আবার কেউ কেউ খোদ জনপ্রশাসনেরই কর্মকর্তা ছিলেন। একসময় অন্যের দাবি পূরণ করলেও এখন নিজেদের দাবি নিয়ে হাজির হয়েছেন দীর্ঘ কর্মজীবনের সেই প্রিয় সাবেক কর্মস্থলে। সবাই এখন অবসরে। তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিভিন্ন সময়ে বঞ্চিত সরকারি কর্মকর্তা। ন্যায় বিচার ও মর্যাদা পেতে সরকার যে উদ্যোগ নিয়েছে, সে বিষয়ের  অগ্রগতি জানতেই এখানে এসেছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) সকাল থেকে জনপ্রশাসন সচিবের দফতরের সামনে অবস্থান নিয়েছেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দফতরে বঞ্চনার শিকার কর্মকর্তাদের ন্যায়বিচার ও মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বতী সরকার। লক্ষাধিক আবেদনের মধ্য থেকে বাছাই করে যে সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকাভুক্ত করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি নিয়েই সচিবালয়ে এসেছেন তারা।

তাদেরই একজন মোহাম্মদ আব্দুল বারী সারাবাংলাকে বলেন, ‘সরকার বঞ্চিত কর্মকর্তাদের বিশেষ করে আমরা যারা অবসরে গিয়েছি, তাদেরকে ন্যয় বিচারের যে পদক্ষেপ নিয়েছে -তা খুবই চমৎকার। কিন্তু বিষয়টা অনেক দীর্ঘায়িত হচ্ছে। এরই মধ্যে তারা বাছাই করে একটা তালিকা তৈরি করেছেন। আমরা হয়তো ওই তালিকায় কেউ থাকবো, আবার কেউ কেউ হয়তো নাই। বিষয় সেটা না। আমাদের মনে হয়, প্রশাসনের ভেতরে থাকা কিছু কর্মকর্তা হয়তো আমাদের ওই তালিকা প্রকাশ করতে দীর্ঘ সময় নিচ্ছেন। আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচারি আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের পদোন্নতি, পদায়ন বঞ্চিত করেছে। ওই সময়ে আমাদের ওএসডি করে রেখেছে, চাকরি চলে গেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমান সরকার সদয় হয়ে আমাদের ন্যয় বিচার দেওয়ার উদ্যোগ নিয়েছে। তালিকাও করা হয়েছে। এখন প্রজ্ঞাপন করে তালিকা প্রকাশ করুক এটাই চাই।’

বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান নিজ কক্ষ থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করে দাবি পূরণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিনি (জনপ্রশাসন সচিব) তাদের বলেছেন,  এ-সংক্রান্ত নথি এখনো তার কাছে পৌঁছায়নি, যে কারণে তিনি ব্যবস্থা নিতে পারছেন না।

তিনি বলেন, ‘নথি তো তার পাশের রুমেই বা দফতরে সেটা নিতে তো বেশি সময় লাগার কথা না। আমরা এখানে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান করবো।’

এসময় সচিবের পদক্ষেপ ও বক্তব্য নিয়ে সমালোচনা করেন অবস্থানরত অনেক অবসর কর্মকর্তা। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবাই নিজ নিজ আখের গোঁছাতে ব্যস্ত। আমাদের বিষয়টি না দেখেছে লীগ সরকার, এ সরকারও গড়িমসি করছে।’

উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে বলে জানা যায়।

ওই প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ এবং ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি/আরএস

অন্তর্বতী সরকার উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনপ্রশাসন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর