Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
পয়েন্ট হারিয়ে বাজে রেফারিংকে দুষলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪৬

কার্লো আনচেলত্তি

বার্সেলোনার পয়েন্ট হারানোয় তাদের সামনে দারুণ সুযোগ ছিল শীর্ষস্থান দখল করার। তবে রায়ো ভায়োকানোর মাঠে রোমাঞ্চকর এক লড়াইয়ে এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ৩-৩ গোলের ড্রয়ে আবার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছেন তারা। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারি পেনাল্টি না দেওয়াতেই জয়বঞ্চিত হয়েছে রিয়াল।

ম্যাচের শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। এরপর ভালভার্দে ও বেলিংহামের গোলে সমতা ফেরায় তারা। পরে রদ্রিগোর গোলে এগিয়েও গিয়েছিল মাদ্রিদ। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪ মিনিটে সমতা ফিরিয়ে রিয়ালকে হতাশায় ডোবায় ভায়োকানো।

বিজ্ঞাপন

তবে ম্যাচের বড় এক বিতর্কের মুহূর্ত আসে ম্যাচের ৭৫ মিনিটে। বক্সের ভেতর ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন মুমিন। রিয়ালের অনেক আবেদনের পরেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। আর এতেই ম্যাচে আর এগিয়ে যাওয়া হয়নি রিয়ালের। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচ শেষে আনচেলত্তি বলছেন, পেনাল্টি না দিয়ে ভুল করেছেন রেফারি, ‘রিপ্লে দেখে আমার পরিষ্কার মনে হয়েছে এটা পেনাল্টি। রেফারি ভুল করেছেন। এরকম বেশ কিছু সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে যেত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। তবে এসব আমাদের হাতে নেই, খুব বেশিকিছু বলারও নেই তাই।’

ড্র হলেও খুব একটা হতাশ নন আনচেলত্তি, ‘আগের দুই ম্যাচে পয়েন্ট হারানো আমাদের বেশ বিপাকে ফেলেছে। তবে এই ড্র নিয়ে আমি তেমন চিন্তিত নই। আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। গত বছরও আমরা এই মুহূর্তে এরকম অবস্থানে ছিলাম। শেষ পর্যন্ত আমরা লিগ জিতেছি। ২০২৫ সালটা আশা করি আমাদের জন্য ভালোই কাটবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর