লা লিগা
ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল
১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:২২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৩
বার্সেলোনার পয়েন্ট হারানোর সুবাদে তাদের সামনে সুযোগ ছিল মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে ওঠার। রায়ো ভায়োকানোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ৬ গোলের রোমাঞ্চে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্রয়ে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
ভায়োকানোর মাঠে শুরু থেকেই জমে ওঠে খেলা। মাত্র ৪ মিনিটের মাথায় রিয়ালকে চমকে দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রুতোসের ক্রসে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন উনাই লোপেজ। ৩৬ মিনিটে লিড দ্বিগুণ করে ভায়োকানো। পালাজোনের অ্যাসিস্টে বল জানে জড়ান আব্দুল মুমিন।
দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল তখন দিশেহারা। ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি তাদের। ৩৯ মিনিটে এক গোল শোধ করেন ভালভার্দে। গুলারের পাসে বল পেয়ে দুর্দান্ত এক শটে কিপারকে পরাস্ত করেন তিনি। হাফ টাইমের ঠিক আগে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক ক্রসে হেডে গোল করে রিয়ালকে আনন্দে ভাসান জুড বেলিংহাম। এই নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন তিনি।
৫১ মিনিটে গুলারের গোল অফসাইডের কারণে বাতিল হলে এগিয়ে যাওয়া হয়নি রিয়ালের। তবে ৫ মিনিট পরেই লিড নেয় রিয়াল। গুলারের পাসেই বল পেয়ে গোল করেন রদ্রিগো। রিয়ালের সেই লিড হাতছাড়া হয় ৬৪ মিনিটের মাথায়। রিয়ালকে স্তব্ধ করে ম্যাচে সমতা ফেরায় ভায়োকানো। পালাজনের গোলে ম্যাচে ৩-৩ এ সমতা আসে।
জয়ের জন্য শেষ মুহূর্তে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও সেটা কাজে লাগাতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।
সারাবাংলা/এফএম