Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে মেলায় বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:১৭

মেলার ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে একটি উৎসবে ভিড়ের মধ্যে বোমা নিক্ষেপের ফলে অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১২টার আগে উত্তরাঞ্চলীয় তাক প্রদেশের উমফাং জেলার বার্ষিক ‘রেড ক্রস দোই লইফা মেলা’য় এই হামলার ঘটনা ঘটে।

থাই পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে এখনও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

উমফাং পুলিশের প্রধান পল কর্নেল সুপাকর্ন ফিফাটফিমফা বলেছেন, অন্তত ৪৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার (স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট) সময় দূর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে সাহায্যকারী উমফাং রেসকিউ টিম এক বিবৃতিতে জানিয়েছে, বোমাটি মঞ্চের ঠিক নিচে কাছে নিক্ষিপ্ত হয়, যেখানে মানুষ নাচছিল। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে ঘটানো হয়েছে।

উদ্ধারকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে একটি এলাকা ঘিরে রাখা হয়েছে, যেখানে প্রচুর আবর্জনা এবং আলোর সাজসজ্জা ছড়িয়ে রয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্র নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছেন, পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের কারণ তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া উৎসবগুলোতে পুলিশি নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ব্যাংকক পোস্টের তথ্য অনুযায়ী, এ বছর সপ্তাহব্যাপী এই উৎসবে ৮ হাজার থেকে ৯ হাজার লোক অংশ নিয়েছে। হামলার ঘটনা উৎসবের শেষ রাতের আগের রাতে ঘটে।

প্রসঙ্গত, উমফাং তাক প্রদেশের দক্ষিণতম জেলা, যা পশ্চিমে মিয়ানমারের সীমান্তবর্তী।

সারাবাংলা/এনজে

থাইল্যান্ড নিহত বোমা হামলা মেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর