Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ ছাত্রলীগের বার্তা, আটক ১


১৫ ডিসেম্বর ২০২৪ ০১:৫৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০১:৫৮

খুলনা রেলওয়ে স্টেশন

খুলনা: খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশ দ্বারের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) স্টেশনের স্ক্রিনে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে।’

এর পর রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এবং মাস্টারকে অবরুদ্ধ করে।

এ সময় উত্তেজিত জনতা স্টেশন মাস্টার মাসুদ রানা রনি, জিআরপির থানার ওসি ও ডিআইও’র ওপর আক্রমণের চেষ্টা করে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শাহজাহান বলেন, রেলস্টেশনের ঘটনায় ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা রেলওয়ে স্টেশন নিষিদ্ধ ছাত্রলীগ বার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর