Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২০:৩০

চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো: শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেছে চট্টগ্রামের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন

শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, ‘১৪ ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ সময়ের কথা, যখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিকদের নির্মমভাবে হত্যা করে। তারা জানত, এই বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেধা ও প্রজ্ঞার প্রেরণা। তাদের হত্যা করে তারা আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষের দেশপ্রেম এ জাতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত সুপার (প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ, রওশন আরা (ক্রাইম ম্যানেজমেন্ট), জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) নোমান হোসেন, অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, এ কে এম গোলাম মোর্শেদ খান (ভূমি অধিগ্রহণ) , সৈয়দ মাহবুবুল হক, শরীফ উদ্দিন (শিক্ষা ও আইসিটি), মুক্তিযোদ্ধা ফজল বারিক ও কামাল উদ্দিন।

বিজ্ঞাপন

বিএনপি

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ স্মরণে আলোচনার সভার আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। শনিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শহিদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায়, বিচারভিত্তিক, শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এ হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। তাই শহিদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন , উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, বেলায়েত হোসেন, আজিমুল্লাহ বাহার, জসিম উদ্দিন সিকদার, এম এ তাহের ও খুরশিদ জামিল।

সিপিবি, চট্টগ্রাম জেলা

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ স্মরণে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা।

সিপিবির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য প্রদীপ ভট্টাচার্য, গোলাম সারোয়ার, রাশিদুল সামির এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়ন

পাকিস্থানের প্রেতাত্মারা দেশে জঙ্গিবাদের বীজ বপন করে বাঙ্গালি জাতির সব অর্জন ধ্বংস করতে চায় বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতারা।

আজ বিকেলে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়ন। সভার শুরুর আগে গণসংগীত পরিবেশন করেন চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সদস্য মাহবুবা জাহান রুমি ও প্রীতি বড়ুয়া। আবৃত্তি পরিবেশন করেন মনজুর মুন্না, প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পী প্রতীমা দাশ, রাজু দাশ গুপ্ত, লিপি তালুকদার ও রুপশ্রী সেন গুপ্ত।

চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহসভাপতি প্রীতম চৌধুরীর সভাপতিত্বে এবং নাবিলা তানজিনার সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি রুপন কান্তি ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সাধারণ সম্পাদক শুভ দেব নাথ।

এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের উদ্যেগে পাহাড়তলী বধ্যভূমিতে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

বাসদ

শহিদ বুদ্ধিজীবী দিবসে পাহাড়তলী বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলার নেতারা।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আহমদ জসিম, মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহ্বায়ক জুবায়ের বীনা, ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলশী থানার আহ্বায়ক মনির হোসেন, সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাবিব।

খেলাঘর চট্টগ্রাম মহানগর

শহিদ বুদ্ধিজীবী দিবস মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খেলাঘর চট্টগ্রাম মহানগরের নেতারা।

এসময় খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সদস্য চন্দন পাল, চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদক পার্থ প্রতীম নাহা ও সঞ্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

উদীচী, চট্টগ্রাম

শহিদ বুদ্ধিজীবী দিবস মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অস্থায়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উদীচী, চট্টগ্রাম।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন দাশ, সহসভাপতি বিধান বিশ্বাস, প্রবাল দে, সহকারী সাধারণ সম্পাদক জয় সেন, সদস্য শিমুল সেন, সবুজ ও রাজ।

সারাবাংলা/আইসি/এইচআই

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস একাত্তর চট্টগ্রাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর