Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটক মুখর হচ্ছে সাজেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪

সাজেক ভ্যালি উপত্যকা। ফাইল ছবি

রাঙ্গামাটি: ‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা শীতের শুরুতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে। পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বাড়ছে রিসোর্ট-কটেজগুলোতে। সে সঙ্গে বেড়েছে রিসোর্ট-কটেজগুলোতে আগাম কক্ষ বুকিং। শুক্রবার (১৩ ডিসেম্বর) সাজেকের সব রিসোর্ট-কটেজ শতভাগ বুকিং ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, সাজেকে বর্তমানে ১৩৫টি মতো রিসোর্ট-কটেজ রয়েছে। সব রিসোর্ট-কটেজে আগাম কক্ষ বুকিং চলছে। গত শুক্রবারে সব রিসোর্ট-কটেজ শতভাগ বুকিং থাকলেও এখন ৮০ শতাংশ বুকিং রয়েছে। তবে পুরো ডিসেম্বর মাসজুড়ে কক্ষ বুকিং বাড়ছে। কেউ যদি বুকিং না দিয়ে সাজেকে আসে, তাহলে কক্ষ না পাওয়ার সম্ভবনা বেশি জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, শীতের শুরুতে ভালো পর্যটক আসতেছে। আমাদের রিসোর্টসহ সাজেকের সব রিসোর্ট কটেজ ২৭ ডিসেম্বর পর্যন্ত আগাম কক্ষ বুকিং রয়েছে। সামনে হয়তো আরও বাড়বে। এমনিতে প্রতিবছর ডিসেম্বর মাসে পর্যটকের চাপ বেশি থাকে।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার পর্যটকদের প্রচুর চাপ ছিল, পুরো রিসোর্ট কটেজে কক্ষ শতভাগ বুকিং ছিল। অনেকেই কক্ষ না পেয়ে কর্মচারীর রুম, স্টোররুম ও ক্লাব ঘর ভাড়া দিতে হয়েছিল। আজকেও (শনিবার) সব রিসোর্ট কটেজ ৮০ শতাংশ বুকিং রয়েছে। এছাড়া পুরো ডিসেম্বর মাসজুড়ে বুকিং এর চাপ রয়েছে, বুকিং আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিল জেলা প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় ৫ নভেম্বর থেকে সাজেকে পর্যটকদের ভ্রমণে জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

রাঙ্গমাটি সাজেক ভ্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর