Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিশংসন ভোটে হেরে দ.কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

দক্ষিণ কোরিয়ার সংসদ। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদল-নিয়ন্ত্রিত সংসদ শনিবার (১৪ ডিসেম্বর) প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে তাকে দাফতরিক কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করেছে। গত সপ্তাহে সামরিক আইন জারি করার সংক্ষিপ্ত প্রচেষ্টার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংসদে প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের পক্ষে ভোট ছিল ২০৪, বিপক্ষে ৮৫। এছাড়া তিনজন ভোটদানে বিরত ছিলেন এবং আটটি ভোট অবৈধ ছিল।

দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, ইউন-এর নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। ইউন দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় ধারাবাহিক রক্ষণশীল প্রেসিডেন্ট, যিনি অভিশংসনের সম্মুখীন হয়েছেন। এর আগে ২০১৭ সালে পার্ক গিউন-হে অভিশংসিত হন।

অভিশংসন প্রস্তাবটি গৃহীত হয় যখন ইউন-এর পিপলস পাওয়ার পার্টির কিছু সদস্য বিরোধী দলের সাথে যোগ দেন। বিরোধী দল ৩০০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদের ১৯২টি আসন নিয়ন্ত্রণ করে। অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোটের শর্ত পূরণে প্রয়োজনীয় সমর্থন মেলে।

অভিশংসিত হলেও ইউন এখনো দায়িত্বে রয়েছেন। আগামী ছয় মাসের মধ্যে সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে, তাকে অপসারণ করা হবে কি না।

যদি ইউন অপসারিত হন, তবে একটি বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউন গত ৩ ডিসেম্বর রাতে সামরিক বাহিনীকে রাষ্ট্রবিরোধী শক্তি দমন ও বাধাদানকারী রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবিলার জন্য জরুরি ক্ষমতা দেন। পরে যদিও তিনি জাতির কাছে ক্ষমা চান এবং ভোটের আগে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন।

সারাবাংলা/এনজে

অভিশংসন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর