সারাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:১৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬
আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল থেকে জেলায় জেলায় দিবসটি পালিত হচ্ছে। সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন-
যশোর: যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকালে শহরের চাঁচড়া বধ্যভূমির শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমেদ। এছাড়াও মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, জেলা আনসার-ভিডিপিসহ সরকারি-বেসরকারি, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
নওগাঁ: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকরা হয়েছে। সকালে সদর উপজেলার দোগাছি বধ্যভূমির স্মৃতিস্তম্বে ফুলের শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। সকালে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ বধ্যভূমির শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
কক্সবাজার: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মো. লুৎফর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র সমন্বয়ক সাহিদুল ওয়াহিদ সাহেদ ও রবিউল হোসেন প্রমুখ।
সারাবাংলা/এসআর