Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটকে বিদায় বললেন আমির

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪

অবসর নিলেন আমির

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। এই বছরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ আমির। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আমির।

২০০৯ সালে অভিষেকের পর থেকেই পাকিস্তান দলের পেস আক্রমণের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন আমির। দুর্দান্ত ক্যারিয়ারে কালিমার দাগ লাগে স্পট ফিক্সিংয়ের বিতর্কের পর। ফিক্সিংয়ের ঘটনায় পালটে যায় তার ক্যারিয়ারের গতিপথ। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর সেভাবে আর দলে ফিরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির।

বিজ্ঞাপন

কিন্তু এর পরেও শেষ হয়নি আমির অধ্যায়। ২০২৪ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গত বছরেই আমির জানিয়েছিলেন, অবসর ভেঙে দলে ফিরতে রাজি তিনি। শেষ পর্যন্ত অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি, খেলেছেন বিশ্বকাপেও। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেতে পারে আমিরকে, ধারণা করা হচ্ছিল এমনটাই।

তবে সেটা আর হচ্ছে না। এক বিবৃতিতে আমির জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে, ‘পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলা আমার জন্য গর্বের বিষয়। সিদ্ধান্তটা নিয়ে কষ্ট হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। আমি চাই পাকিস্তান ক্রিকেট অন্য উচ্চতায় পৌঁছে যাক। পিসিবি ও দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। পাকিস্তানের সমর্থকদেরও অনেক ধন্যবাদ। তারা পুরো ক্যারিয়ারজুড়েই আমার পাশে ছিলেন।’

নিজের ক্যারিয়ারে আমির খেলেছেন ৩৬টি টেস্ট ম্যাচ, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-২০। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আমির নিয়েছেন ২৭১ উইকেট। ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন আমির।

সারাবাংলা/এফএম

পাকিস্তান মোহাম্মদ আমির

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর