‘সংস্কার নিয়ে উপদেষ্টার বক্তব্য বিরাজনীতিকরণের প্রয়াস’
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫০
ঢাকা: সংস্কার নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য বিরাজনীতিকরণের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানের বন ও পরিবেশ উদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘যদি রাজনীতিবিদেরাই সংস্কার করতে পারেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী বলেন, ‘‘সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশে একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন, তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন।’’
এর আগে, দলের কয়েক শ’ নেতা-কর্মী, সমর্থক নিয়ে শহিদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ অনান্যরা।
সারাবাংলা/এজেড/ইআ