দামেস্কে ইসরায়েলি বিমান হামলা
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩০
দামেস্কে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে যা, পুরো দামেস্কজুরে তীব্র কম্পনের সৃষ্টি করেছে।
আল জাজিরার দামেস্কে থাকা সংবাদদাতা জানিয়েছেন, এই হামলাগুলো সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দপ্তর এবং পার্শ্ববর্তী এলাকার একটি রাডার ব্যাটালিয়নকে লক্ষ্য করে চালানো হয়।
এদিকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন উদযাপন করেন।
এদিকে, নতুন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে অবস্থিত রুশ খামেইমিম বিমানঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম সরানো হচ্ছে। তবে রুশ গণমাধ্যম জানিয়েছে, মস্কো সিরিয়ার বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যোগাযোগ করেছে এবং দেশটিতে তাদের ঘাঁটি বজায় রাখার চেষ্টা করছে।
আরব লীগ ইসরায়েলের সিরিয়ার সাথে বাফার জোনের জমি দখলের প্রচেষ্টার নিন্দা জানিয়েছে।
এছাড়া, সিরিয়া পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করবে জর্ডান। এই সম্মেলনে সৌদি আরব, ইরাক, লেবানন, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শীর্ষ কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
সারাবাংলা/এনজে