Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্য কোনো ফ্যাসিস্টও যেন না আসতে পারে— ঐক্যবদ্ধ থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ২২:২৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯

রাজশাহী: রাজশাহীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা নতুন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেছেন। ৫ আগস্টের পর কোনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বক্তারা বলেছেন, ‘আগামীতে অন্য কোনো ফ্যাসিস্টও যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এ জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। জাতীয় নাগরিক কমিটি রাজশাহী শাখা এ সভার আয়োজন করে। ‘রাজশাহী রাইজিং’ নামের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্র-জনতার আন্দোলনে শহিদ সাকিব আনজুমের বাবা মাইনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, ‘আমরা সে সিস্টেমটা ভাঙতে চাই, যে সিস্টেমে যে কেউ, আমি প্রধানমন্ত্রী হলেও যেন আমাকে ফ্যাসিবাদী ব্যবস্থার একটা দানব না বানিয়ে ফেলে। এই পরিবারতন্ত্রের জন্য তো সাকিব আনজুম জীবন দেয়নি।  পরিবারতন্ত্রের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

মনিরা শারমিন বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলো খুবই ধূর্ত। তারা মানুষকে রাজনীতি সচেতন করতে চায়নি। তারা একটা বিরিয়ানির প্যাকেট কিংবা মার্কা দেখিয়ে ভোট নিতে চেয়েছে। তারা রাজনৈতিকভাবে মানুষকে অশিক্ষিতই রেখেছে। তারা আর কারো হাতে ক্ষমতা দিতে চায়নি।’

সভায় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ বলেন, ‘বর্তমানে ইলেকশনের একটা তাড়া দেখা যাচ্ছে। কিন্তু এখনই যদি নির্বাচন হয়, তাহলে আমরা পুরনো ফ্যাসিবাদের জায়গায় ফিরে যাব। আমরা সেই জায়গাটাই ফিরে যেতে চাই না।’

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি চান, জাতীয় নাগরিক কমিটি থেকেও ব্যালটের রাজনীতি হবে। আপনাদেরকে নিয়েই হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী আপনারাই হবেন। আপনাদের মধ্য থেকেই হবে। সে লক্ষ্যেই কাজ করতে হবে।’

সভা সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মহুয়া মৌ ও রোহানা হক সেতু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় সহমুখপাত্র তাহসিন রিয়াজ, কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহাদী, জেলা সংগঠক মোবাশ্বির আলিম, জাতীয় নাগরিক কমিটির সংগঠক জাহিদ হোসেন. সংগঠক মোস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক কমিটির মরিয়ম সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, পৃষ্ঠপোষক রাশেদ রাজন, জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠক সাইফুল ইসলাম, আন্দোলনকর্মী নাহিদুল ইসলাম সাজু ও শুভজিৎ রায় প্রমুখ।

সারাবাংলা/এসআর

জাতীয় নাগরিক কমিটি রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর