Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ামালকে দেখে নিজের কথা মনে পড়ে মেসির

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭

ইয়ামালকে নিজের সাথে তুলনা মেসির

অভিষেকের পর থেকেই তার সাথে তুলনা হচ্ছে লিওনেল মেসির। অল্প কয়েকদিনের মাঝেই লামিন ইয়ামাল যেন হয়ে উঠেছেন বার্সার সবচেয়ে বড় ভরসার জায়গা। এবার মেসি নিজেই জানালেন, ১৭ বছর বয়সী ইয়ামালের খেলা দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে তার।

মাত্র ১৬ বছর বয়সে বার্সা ও স্পেনের হয়ে অভিষেক হয়েছিল ইয়ামালের। জাতীয় দল ও ক্লাবের হয়ে তখন থেকেই দুর্দান্ত পারফর্ম করা ইয়ামাল এরই মাঝে হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের বড় তারকাদের একজন। স্পেনের হয়ে প্রথমবার ইউরোতে খেলতে নেমেই জিতেছেন শিরোপা, হয়েছেন সেরা তরুণ ফুটবলারও।

বিজ্ঞাপন

লা মেসিয়া থেকে উঠে আসা ইয়ামাল বার্সেলোনার হয়েও আলো ছড়াচ্ছেন দুই মৌসুম ধরে। এবারের মৌসুমের শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। মেসির সাথে খেলার মিল থাকায় অনেকেই তাকে এরই মাঝে বার্সার ‘ভবিষ্যৎ মেসি’ উপাধিও দিয়েছেন।

এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ইয়ামালের খেলা দেখলে নিজের তরুণ বয়সের কথাই মনে পড়ে তার, ‘এই মুহূর্তে অনেক তরুণ ফুটবলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে আমাকে যদি একজনকে বেছে নিতে হয়, তাহলে আমি নির্দ্বিধায় বেছে নেব ইয়ামালকে। আমি জানি এখনো তার অনেক কিছুই প্রমাণ করা বাকি। কিন্তু বর্তমানেও সে অন্যতম সেরা, ভবিষ্যতেও। তার খেলা দেখে নিজের অতীতের কথাই মনে পড়ে!’

এখন পর্যন্ত এই মৌসুমে ১৫ লিগ ম্যাচে ৫ গোল ও ১০ অ্যাসিস্টে বার্সার প্রাণভোমরা ইয়ামালই। মেসি বলছেন, বার্সাকে ট্রেবল জিততে দেখতে চান তিনি, ‘আমি চাই বার্সা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে জিতুক। তারা যদি শিরোপা জিততে নাও পারে, তাও তারা শেষ পর্যন্ত লড়াই করুক এটাই চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ইন্টার মায়ামি বার্সেলোনা লামিন ইয়ামাল লিওনেল মেসি স্পেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর