Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদ অনুসারীদের বিচারের দাবিতে বিক্ষোভ, অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬

সাদ কান্ধলভি অনুসারীদের হামলার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ। ছবি: সারাবাংলা

গাজীপুর: ভারতের মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের হামলার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকে জড়ো হয়ে কয়েক হাজার জুবায়ের অনুসারীরা স্লোগান দিতে থাকেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিরা টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিরা শাখা সড়ক ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হওয়ায় টঙ্গী পূর্ব থানায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিদের পক্ষ থেকে জানানো হয়, গত ২০১৮ সালের পহেলা ডিসেম্বর ইজতেমা ময়দান দখল করতে মাওলানা সাদের কয়েক হাজার অনুসারী ময়দানে থাকা নিরিহ মুসল্লীদের উপর হামলা চালিয়ে আহত করে। হামলার ঘটনায় বিগত সরকারের শাসন আমলে কোন বিচার করা হয়নি।

জানা যায়, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জোড় ইজতেমা পালন করেন কয়েক হাজার মুসল্লি। এরপর দ্বিতীয় ধাপে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরে জোড় ইজতেমায় আয়োজনের অনুমতি চায় ভারতের মাওলানা সাদ কান্ধলভির আয়োজক কমিটির (বাংলাদেশের) শীর্ষ মুরব্বিরা। তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোড় ইজতেমার অনুমতি পায়নি মাওলানা সাদের অনুসারীরা।

বিজ্ঞাপন

এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ভারতের মাওলানা সাদ কান্ধলভির ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে আলোচনা শেষে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে ‘বিশ্ব ইজতেমা মসজিদে ফেরার পথে টঙ্গীর মুন্নু গেট এলাকায় পৌছালে আগে থেকেই লাঠি-সোটা নিয়ে অবস্থান করা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাদ অনুসারীদের একটি মাইক্রোবাসে ভাংচুর চালায়। এ সময় মাইক্রোবাসে থাকা সা’দ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিরা। ছবি: সারাবাংলা

সমাবেশ শেষে শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বিদের পক্ষ থেকে মুফতি মাসুদুল করিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এসএম নাসিরুদ্দিনের কাছে স্মারকলিপি দেন। এ সময় ইজতেমা আয়োজক কমিটির অন্যান্য মুরব্বি মাওলানা হানজালা, জামির আলী, মোস্তফা কামাল মৃধা, তারেক মাহমুদ তারেক, আবু ওবায়দা, মাওলানা মামুন ও হাজী মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বারকলিপি জমা শেষে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মুরব্বি মুফতি মাসুদুল করিম বলেন, ২০১৮ সালে আমাদের উপর হামলা করেছিলো মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আমরা বিচার পাইনি। সাদ অনুসারীদের জোড় ইজতেমা করার অনুমতি নেই। এ বছরও তাঁরা অন্যায় ভাবে ময়দানে প্রবেশ করে পালন করতে চেষ্টা চালাচ্ছে। আমরা বাধা দিয়েছি। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ পুলিশের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এসএম নাসিরুদ্দিন বলেন, কয়েক হাজার অনুসারী নিয়ে মাওলানা জুবায়ের অনুসারীর ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা টঙ্গী পূর্ব থানার সামনে জড়ো হন। তাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় বিশৃঙ্খলা রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এমপি

মাওলানা সাদ কান্ধলভি সাদ কান্ধলভি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর