খুলনা জেলা বিএনপির কমিটি ঘোষণা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪
খুলনা: বিলুপ্তির প্রায় তিন মাস পরে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এর আগে তিন বছরেরও বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিলো খুলনা জেলা বিএনপি।
সারাবাংলা/এসআর