Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদপন্থিদের আ.লীগের দোসর আখ্যা দিয়ে বয়কটের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০০

বায়তুল মোকাররমে ওলামা-মাশায়েখ সমাবেশ

ঢাকা: বাংলাদেশের তাবলিগ জামাতের একটি পক্ষ সাদ কান্ধলভির অনুসারীদের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর বলে আখ্যা দিয়েছেন ওলামা-মাশায়েখ বাংলাদেশের সমন্বয়ক মাওলানা মহিউদ্দিন রাব্বানী। সেইসঙ্গে তাদের (সাদপন্থিদের) জাতীয়ভাবে বয়কটের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘সাদপন্থিদের দ্রুততম সময়ের মধ্যে জাতীয়ভাবে বর্জন করতে হবে। সাদের অনুসারীরা আওয়ামী সরকারের দোসর। তারা জাতীয় শত্রু। তাদের আগামীতে টঙ্গীর ইজতেমায় ঢুকতে দেওয়া হবে না। দেশের হক্কানী আলেম-ওলামাদের বিরুদ্ধে যারা মামলা করতে পারে তারা আলেম নামের জালেম। জাতীয় মসজিদের খতিবের নামে যারা মামলা করেছে, হেফাজত ইসলামের নেতাদের নামে যারা মামলা করেছে তারা কেউ আলেম হতে পারে না।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে বলব তাদের দ্রুত গ্রেফতার করুন। না হলে দেশের আলেম সমাজ মাঠে নামবে। এ দেশে কাদিয়ানীদের কোনো ঠাঁই হবে না। কাদিয়ানীদের দ্রুত সময়ে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আলেম-ওলামেদের রক্তে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে।’

দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে সাদপন্থিদের মানহানি মামলা, গাজীপুর জেলার টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ ও মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সংগঠনটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় ‘সাদপন্থিদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সাদপন্থিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘এই বাংলায় থাকবে না, সাদপন্থিদের আস্তানা’, ‘কাদিয়ানীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সাদ কাদিয়ানী ভাই ভাই, এই বাংলায় ঠাঁই নাই’ স্লোগান শোনা যায়।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ঘুরে ফের বাইতুল মোকাররম উত্তর গেট এসে শেষ হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আওয়ামী লীগ আহ্বান টপ নিউজ দোসর বয়কট সাদপন্থি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর