Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দামে কারওয়ানবাজারে সয়াবিন তেল মিললেও নেই অন্য বাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪

বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ছবি: সারাবাংলা

ঢাকা: নতুন দামেও রাজধানীর বিভিন্ন এলাকায় সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন এলাকার মনিহারী দোকান ও বাজারে দেখা মিলছেনা সয়াবিন তেলের। রাজধানীর একটি বাজারে অন্যয্যভাবে টিসিবির সয়াবিন তেলও ১৮০ টাকা লিটারেও বিক্রি হতে দেখা গেছে। তবে কারওয়ানবাজারের কিচেন মার্কেটে নতুন রেটের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবু বাজারটিতে সয়াবিন তেলের ক্রেতা কম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, ইব্রাহিমপুর ও বিজয়সরণীসহ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রাজধানীর ইব্রাহিমপুর বাজারের একাধিক মনিহারী দোকান ঘুরে দেখা গেছে, কোন দোকানেই সয়াবিন তেল নেই। দোকানীরা জনান, নতুন রেটের সয়াবিন তেল এখনও সরবরাহ করেনি কোম্পানিগুলো। তবে এই বাজারের একটি দোকানে সয়াবিন তেল ১৮০ টাকা লিটারে পাওয়া যাচ্ছে, কোন কোম্পানির সয়াবিন তেল বাজারে না থাকলেও টিসিবির সওয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে। ইব্রাহিমপুর বাজারে একাধিক মনিহারি দোকানে গত তিন থেকে চারদিন ধরে সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। রাজধানীর বিজয়সরণী বাজারেও একই চিত্র দেখা গেছে।

বাজারে সয়াবিন তেলের মজুদ কম। ছবি: সারাবাংলা

এদিকে শেওড়াপাড়ার একাধিক মনিহারি দোকান ঘুরে দেখা গেছে, কোন সয়াবিন তেল নেই। মহাখালী এলাকার চিত্রও একই।

এদিকে, রাজধানীর কারওয়ানবাজারে নতুন রেটে ফ্রেশ ১ লিটার ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা ও ৫ লিটার ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

জানতে চাইলে কারওয়ানবাজারের কিচেন মার্কেটের আল আমিন ট্রেডার্সের মালিক তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, কোম্পানির হোল সেলারদের রেট কতো সেটা আমাদের জানতে হবে। এখনো তারা সেটাই জানায়নি। ডিস্ট্রিবিউটররা একেকে সময় একেক রকম দাম রাখছে, ইচ্ছামতো দাম রাখছে। এখনো আমরা কোম্পানির রেটই জানিনা। আমাদের কাছ থেকে ৫ লিটার সয়াবিন তেল ৮৪০ টাকা রাখছে। গায়ের রেট থেকে ৫ লিটারে আগে তারা ৪০ টাকা কম রাখলেও নতুন রেটে মাত্র ১২ টাকা কম রাখছে।

বিজ্ঞাপন

কারওয়ানবাজার কিচেন মার্কেটের মায়ের দোয়া স্টোরের কর্মচারী বাবলু সারাবাংলাকে বলেন, নতুন রেটের সয়াবিন তেল বাজারে এসেছে। কোম্পানিগুলো এখন তেলের সরবরাহ বাড়িয়েছে। সামনে হয়তো সরবরাহ বাড়বে। কারওয়ানবাজারে তেল থাকার কারণ এটি বড় বাজার। অন্যান্য বাজারেও হয়তো ধীরে ধীরে তেল যাবে।

কারওয়ানবাজারে ফ্রেশ ও পুষ্টির নতুন দামের সয়াবিন তেল এসেছে। তবে রুপচাঁদা সয়াবিন তেল নেই তিন দিন ধরে।

এদিকে, ভোজ্যতেলের বাজারে অস্থিরতার মধ্যেই বাড়ানো হয়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। দুই ধরণের সয়াবিন তেলেই লিটারে দাম বেড়েছে ৮ টাকা। গেল সোমবার (৮ ডিসেম্বর) সরকার এই দাম নির্ধারণ করে। ফলে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৫৭ টাকায়। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকায় বিক্রি হতো।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই বাজারে সয়াবিন তেলের ঘাটতি দেখা দেয়। রাজধানীর বেশ কিছু বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। সোমবারও (৮ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বেশ কিছু এলাকা থেকে সয়াবিন তেল ‘হাওয়া’ হয়ে যেতে শুরু করে। অনেকেই বাড়তি দামেও সয়াবিন তেল কিনতে থাকেন। আর নতুন করে দাম বাড়ার পরও রাজধানীর অলিগলি ও বিভিন্ন বাজারে সয়াবিন তেল সেভাবে পাওয়া যাচ্ছিল না।

সারাবাংলা/ইএইচটি/এমপি

বেশি দামে সয়াবিন তেল সয়াবিন তেল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর