Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলেন সাকিব


১৩ ডিসেম্বর ২০২৪ ১১:০৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯

সাকিব আল হাসান

প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করছেন তিনি। এই দীর্ঘ সময়ে কখনোই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। তবে গত মাসে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিল সাকিবের বোলিং। ইংল্যান্ডে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষাও দিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত এলো সেই পরীক্ষার ফলাফল। বোলিং অ্যাকশনের পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন সাকিব।

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব। প্রায় ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে মাঠে নেমে বল হাতে সাফল্যও পেয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই ম্যাচের পরেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তারা পরবর্তীতে লিগ কর্তৃপক্ষের কাছে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার আবেদনও করেন।

বিজ্ঞাপন

তাদের আবেদনের ভিত্তিতেই এই মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে ৪ ওভার বোলিং করতে হয়েছে তাকে। সেই পরীক্ষার ফলাফল অবশেষে ঘোষণা করা হয়েছে। সাকিবের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

পরীক্ষায় পাশ করায় তাই সাকিবের বোলিং করা নিয়ে কোনো বাধা থাকল না। এই মুহূর্তে শ্রীলংকায় অনুষ্ঠিত টি-১০ লেগে গলের হয়ে খেলছেন সাকিব।

বোলিং অ্যাকশন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর