Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনেই দেড় হাজার সাজা মওকুফ করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১২:২২

একদিনেই দেড় হাজার সাজা মওকুফ করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিনেই ১৫শ জনের সাজা মওকুফ করেছেন। কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একদিনেই এতো জনের সাজা একসঙ্গে মওকুফ করার ঘটনা ইতিহাসে এটাই প্রথম।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। গত জুনে হান্টার বন্দুক রাখা এবং আয় কর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সেই সময় বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। কারণ বাইডেন বরাবরই বলেছিলেন তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না।

কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে তিনি হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে দীর্ঘদিন ধরে আলাদা হওয়া ব্যক্তিদের পুনর্মিলন,সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিকে প্রতিনিধিত্ব করে।

সারাবাংলা/এসডব্লিউ

জো বাইডেন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর