Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি দখল রকেট সায়েন্স নয় : সালেহউদ্দিন


২১ ডিসেম্বর ২০১৭ ১৬:২৩

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভূমি দখল বাংলাদেশের জন্য কোন রকেট সায়েন্স নয়। রাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠান, যা ১ থেকে ২ বিঘা জমিতেই করা সম্ভব; সেখানে তারা ৩০ থেকে ৪০ বিঘা জমি নিয়ে বসে আছে। বিসিক নগরীতে এখনও বহু জমি অব্যবহৃত আছে। সেগুলোতেই তো বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা যেত। ক্রমাগত কৃষি জমি কমছে, সেটা সরকারের ভাবা উচিত।

বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলনে ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা, বাংলাদেশে ভূমিগ্রাস প্রক্রিয়ার রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বিশেষ প্লেনারি অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (ইডিইবি)- এ অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’।

অনুষ্ঠানে স্বপন আদনান তার প্রবন্ধে বলেন, ‘শুধু প্রত্যন্ত চরাঞ্চল বা জলাভূমি নয়, রাষ্ট্রযন্ত্রের নাকের ডগায় শহর এলাকাগুলোতেও ভূমি বেদখলে রয়েছে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী। তথাকথিত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে শহরের জমির দামও বাড়ছে। আধুনিক ফ্ল্যাটবাড়ি, বিপনি বিতান ও শপিং মল ইত্যাদিতে পুঁজি বিনিয়োগ করে ব্যবসার কিংবা ফটকাবাজীর মুনাফার পরিমাণও বাড়ছে। অনেক সময় বস্তিতে আগুন ধরিয়ে সেই জায়গাগুলো পরিকল্পিতভাবে দখল হচ্ছে।’

সারাবাংলা/ইএইচটি/জেএ

ভূমিগ্রাস সালেহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর