Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি আসাদের প্রিজনভ্যানে হামলা, আরও ২ মামলায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

রাজশাহী: রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজনভ্যানে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম, ইট, বালু ছোড়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আসাদকে। তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন আদালত এ আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মহানগর হাকিম আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন। মামলা দুটিতে গ্রেফতার দেখানোর পর আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দুটি মামলায় আসাদকে গ্রেফতার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আদালতে নেওয়া হয়। ছবি: সারাবাংলা

আরেক মামলায় বাদীর নাম আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন। দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন উপপরিদর্শক (এসআই)।

রাজশাহী নগর পুলিশের উপপুলিশ আদালত পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দুটি মামলাতেই এজাহারভুক্ত আসামি সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাকে মামলা দুটিতে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। পাশাপাশি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর রাজশাহীর মোহনপুর থানার একটি মামলায় ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। মোহনপুর থানার আরেকটি মামলায় গ্রেফতার দেখাতে গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হয়েছিল। সেদিন তাকে দেখে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

তবে বৃহস্পতিবার আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। সেখানে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিদ দেখা গেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসাদকে প্রিজন ভ্যান থেকে নামানো ও তোলার সময় তাদের প্রিজন ভ্যানে ডিম, ইট ও বালু নিক্ষেপ করতে দেখা যায়। তারা নানারকম স্লোগানও দেন।

সারাবাংলা/টিআর

এমপি আসাদুজ্জামান আসাদ রাজশাহী সাবেক এমপি সাবেক এমপি আসাদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর