Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৭

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নলছিটি পৌর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ঝালকাঠি সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।’

মামলার বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চলতি বছরের ১৫ আগস্ট ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান তাপুর করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। আইনগত প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসআর

গ্রেফতার ছাত্রলীগ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর