Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস আলমের বিরুদ্ধে প্রতারণার মামলা নারী ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন নাজমে নওরোজ নামে এক নারী উদ্যেক্তা। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

মামলায় নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ী সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা। তিনি নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে সাইফুল ইসলাম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন।

এরপর সাইফুল ইসলাম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।

এ সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাত করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।

বিজ্ঞাপন

বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ সারাবাংলাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল ইসলাম মাসুদেরও এখানে যোগসাজেশ আছে। টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।’

সারাবাংলা/আইসি/এমপি

এস আলম গ্রুপের চিনিকল সাইফুল আলম মাসুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর