Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু করেছে চবি

চবি করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:১০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:১১

ডোপ টেস্টের নমুনা সংগ্রহের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট (মাদক বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ পরীক্ষা) কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ৯টার দিকে ডোপ টেস্টের নমুনা সংগ্রহের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। ডোপ টেস্টের এই কার্যক্রম পরিচালনা করেছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সমন্বয় করছেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

জানা গেছে, শিক্ষার্থীরা ডোপ টেস্টের নির্ধারিত ফিস ৩৫০ টাকা ব্যাংকে জমা দিয়ে রশিদ নিয়ে যাচ্ছেন কমিটির কাছে। সেখানে নাম, বিভাগ, হল নিবন্ধন করে একটি টোকেন নিচ্ছেন। সেই টোকেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে জমা দেওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ডোপ টেস্টের ফলাফল মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হচ্ছে।

জানতে চাইলে কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আতিয়ার রহমান সারাবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা মাদকাসক্ত কি না তা পরীক্ষা করার জন্যই এই ডোপ টেস্ট। যদি ডোপ টেস্টের মাধ্যমে কোন শিক্ষার্থীর রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তাকে ধীরে ধীরে সুস্থতার দিকে আনতে আমরা কাউন্সেলিং সেন্টারে পাঠানো হবে। কাউন্সিলিং করার মাধ্যমে মাদক থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘আমরা মাদকসেবন নিয়ন্ত্রণ করে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই কার্যক্রম শুরু করেছি। তাছাড়া শিক্ষার্থীদের খরচ কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশাবাদী এর মাধ্যমে মাদক মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডোপ টেস্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর