Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব রেকর্ড ভেঙে ৪০০ বিলিয়ন ডলার ক্লাবে ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:০৭

টেসলা এবং স্পেস-এক্সের প্রধান ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিশ্ব ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্কের সম্পদ ৪০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গত মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন এই মার্কিন ধনকুবের।

বুধবার (১১ ডিসেম্বর) সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, স্পেসএক্সের সাম্প্রতিক অভ্যন্তরীণ শেয়ার বিক্রি মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। এই লেনদেনে তার সম্পদে প্রায় ৫০ বিলিয়ন ডলার যোগ করেছে, যা স্পেসএক্সের মোট মূল্যমান প্রায় ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই মূল্যায়ন স্পেসএক্সকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানির মর্যাদা প্রদান করেছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে টেসলার শেয়ার প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মাস্কের সম্পদে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করেছে। টেসলার শেয়ারের মূল্য সর্বকালের সর্বোচ্চ ৪১৫ ডলারে পৌঁছেছে।

স্পেসএক্সের শেয়ার বিক্রি এবং টেসলার শেয়ারের দামের ঊর্ধ্বগতির ফলে মাস্কের সম্পদ বেড়ে ৪৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে, গত ১০ ডিসেম্বর পর্যন্ত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও মাস্ক। তিনি এই তালিকার দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের চেয়ে ১৪০ বিলিয়ন ডলারে এগিয়ে রয়েছেন। নভেম্বরের শুরু থেকে মাস্ক প্রায় ১৩৬ বিলিয়ন ডলার সম্পদ অর্জন করেছেন। এর ফলে বৈশ্বিক ধনকুবের তালিকায় তার অবস্থান আরও শক্ত হয়েছে।

সারাবাংলা/এইচআই

ইলন মাস্ক টেসলা স্পেসএক্স

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর