Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিমানবন্দর কর্মচারীর লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮

ওসমান সিকদার।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আউটার রিং রোড থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মচারী।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তিকে বাসা থেকে নিয়ে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে নগরীর পতেঙ্গায় আউটার রিং রোড থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পরে জানা গেছে, নিহত ব্যক্তির নাম ওসমান সিকদার (৪০)। তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মচারী। বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে। তিনি বিমানবন্দর এলাকায় ব্যাচেলর বাসায় থাকতেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘নিহতের মাথায় জখমের চিহ্ন আছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

নিহতের বড় ভাই হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি এমরান সিকদার সাংবাদিকদের জানিয়েছেন, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে সাত-আটজন লোক বাসা থেকে ওসমানকে ধরে নিয়ে যায় বলে তারা জানতে পেরেছেন।

বাসায় ওসমানের সঙ্গে থাকা যুবক তাদের জানিয়েছেন, এ সময় ওসমানকে মারধর করা হচ্ছিল। এরপর আর বাসায় ফেরেনি। সকালে লাশ পাওয়া গেছে।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম বিমানবন্দর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর