বাশার আল-আসাদের পিতার সমাধিতে বিদ্রোহীদের আগুন
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৩২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধিসৌধে বিদ্রোহী গোষ্ঠী আগুন লাগিয়েছে। ঘটনাটি ঘটেছে আসাদের পরিবারের নিজ শহর কারদাহায়।
বুধবার (১১ ডিসেম্বর) বিবিসির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, অস্ত্রধারী বিদ্রোহীরা স্লোগান দিতে দিতে লাটাকিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় কারদাহায় জ্বলন্ত সমাধির আশেপাশে ঘুরছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, বিদ্রোহীরা আসাদ পরিবারের সমাধিসৌধে আগুন লাগিয়েছে, যা লাটাকিয়ার আলাওয়ি সম্প্রদায়ের আসাদ পরিবারের কেন্দ্রস্থলে অবস্থিত।
পাহাড়ের উপরে অবস্থিত এই বিশাল কাঠামোটি জটিল স্থাপত্য নকশা এবং পাথরে খোদাই করা অলঙ্করণ দিয়ে সাজানো। এতে আসাদ পরিবারের অন্যান্য সদস্যদের কবরও রয়েছে, যার মধ্যে বাশার আল-আসাদের ভাই বাসেলও রয়েছেন। বাসেল ১৯৯৪ সালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার মধ্য দিয়ে একটি ঝড়ো অভিযান চালায়, যা আসাদ রাজবংশের ৫৪ বছরের শাসনের অবসান ঘটায়। বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন, যেখানে তার পরিবারসহ তাকে আশ্রয় দেওয়া হয়েছে।
দেশজুড়ে হাফেজ ও বাশার আল-আসাদের মূর্তি এবং পোস্টার ভেঙে ফেলা হয়েছে। সিরিয়ার জনগণ তাদের শাসনের অবসান উদযাপন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই পতনের জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সিরিয়ার একটি অজ্ঞাত প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার সামরিক সরঞ্জাম লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। রবিবার (৮ ডিসেম্বর) থেকে সিরিয়ার বিভিন্ন প্রদেশে ৩৫০টিরও বেশি বিমান হামলার খবর পাওয়া গেছে।
বিদ্রোহীরা সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করেছে। বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল-জোলানি, যিনি এখন তার আসল নাম আহমেদ আল-শারা ব্যবহার করছেন, সম্প্রতি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি সহনশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে দামেস্কে নতুন সরকারের অধীনে জীবন স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলছে এবং মানুষ কাজে ফিরছে।
সারাবাংলা/এনজে