পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু
১২ ডিসেম্বর ২০২৪ ১১:১৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশা কেটে যাওয়ায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্যে প্রথম রুটে প্রায় ১০ ঘণ্টা ও দ্বিতীয় রুটে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও সোয়া ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে বুধবার দিবাগত রাত ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে হামিদুর রহমান ও কিষানী নামের দুটি ফেরি নদীতে আটকে পড়ে।
এদিকে একই কারণেই বুধবার দিবাগত রাত ৩টার দিকে বন্ধ করে দেওয়া হয় পাটুরিযয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুটি রো রো ফেরি।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, সকালে কুয়াশা কেটে গেলে ১০টার দিকে আরিচা ও সোয়া ১০টার দিকে পাটুরিয়া থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। রাতে নদীতে চারটি ফেরি আটকে ছিল। সেগুলো ঘাটে ভিড়েছে।
নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, দুই নৌ রুটের দুই পাড়েই ঘাটে কয়েক শ যানবাহন আটকে ছিল। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে যানবাহনের ভিড় কমতে শুরু করেছে।
সারাবাংলা/এমপি