দুপুরে ফিরছেন ফখরুল, বিকেলে বিএনপির যৌথসভা
১২ ডিসেম্বর ২০২৪ ১০:০৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
ঢাকা: লন্ডন সফর শেষে ১১ দিন পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিকেল ৪ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি। এ সভায় সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমকে এসব তথ্য জানান।
টিপুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবগণ যৌথসভায় উপস্থিত থাকবেন। যৌথসভা শেষে সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ঢাকার উদ্দেশে বুধবার (১১ ডিসেম্বর) রাতেই লন্ডন ত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিত্রো বিমানবন্দরে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান লন্ডন বিএনপির সিনিয়র নেতারা।
সারাবাংলা/এজেড/এনজে