Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকান টি-১০ লিগ
অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

দলকে জেতালেন সাকিব

নানা কারণেই জাতীয় দলে খেলা হচ্ছে না তার। সাকিব আল হাসান অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দিব্যি খেলছেন। লংকান টি-১০ লিগে গল মার্ভেলসের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। প্রথম ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যেই ক্যান্ডির বিপক্ষে ৭ উইকেটের দারুণ এক জয়ে টুর্নামেন্ট শুরু করেছে গল।

টসে জিতে বোলিংয়ে নেমে শুরুতেই জোড়া আঘাত হানে গল। দ্রুত দুই উইকেট হারালেও চন্দরপল হেমরাজ ও দিনেশ চান্দিমালের ঝড়ো ইনিংসে বড় স্কোরের ভিত পায় ক্যান্ডি। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে লাগাম টেনে ধরেন সাকিব। তার ওভারে দুই ব্যাটার নিতে পেরেছে মাত্র ৭ রান।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত চান্দিমালের ২২ বলে হাফ সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ১০০ রানে থামে ক্যান্ডির ইনিংস। ২৫ বলে ৬৬ রান করেন চান্দিমাল।

বড় টার্গেটকে সামনে নিয়ে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় গল। তবে এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল গল। তখন দলের হাল ধরেন সাকিব। আন্দ্রে ফ্লেচারকে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন সাকিব।

২৭ বলে ৬৩ রানের ম্যাচ জয়ী জুটির মূল কারিগর ছিলেন সাকিব। ৮ বলে এক চার ও ২ ছক্কায় ২০ রান করেন সাকিব। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন ফ্লেচার।

সারাবাংলা/এফএম

গল মার্ভেলস লংকান টি-১০ লিগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর