Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মঘাতী বোমা হামলায় তালেবান মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৮

তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি। ছবি: সংগৃহীত

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল হাক্কানি নিহত হয়েছেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এটি তাদের সবচেয়ে উচ্চপর্যায়ের সদস্য নিহত হওয়ার ঘটনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, হামলায় খলিল হাক্কানির সঙ্গে আরও ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাক্কানি আসরের নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

বিজ্ঞাপন

খলিল হাক্কানি ছিলেন তালেবানের একটি প্রভাবশালী গোষ্ঠী হাক্কানির শীর্ষ নেতা। তাকে যুক্তরাষ্ট্র বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা করেছিল।

এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক জানায়, তাদের একজন সদস্য মন্ত্রীর অফিসের বাইরে অপেক্ষা করছিল এবং তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায়।

তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন খলিল হাক্কানিকে আইএস হত্যা করেছে, রয়টার্স এর তথ্যমতে।

খলিল হাক্কানির ভাই জালালউদ্দিন ছিলেন ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা একজন বিখ্যাত গেরিলা নেতা এবং হাক্কানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। এই তালেবানের ২০ বছরের বিদ্রোহের সময় বহু হামলার কারণ ছিল।

বর্তমানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাইপো এবং জালালউদ্দিনের ছেলে সিরাজউদ্দিন হাক্কানি।

২০২১ সালে বিদেশি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের মাধ্যমে তালেবান আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। তবে দেশটিতে প্রতি বছর এখনও অনেক বোমা হামলা এবং আত্মঘাতী আক্রমণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর মধ্যে অনেক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি), যা তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক সহযোগী এবং তালেবানের একটি বড় প্রতিদ্বন্দ্বী।

সারাবাংলা/এনজে

আত্মঘাতী বিস্ফোরণ তালেবান নিহত মন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর