Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
জুভেন্টাসের কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে সিটি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ০৯:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৮

সিটিকে হারানোর পর জুভেন্টাসের উচ্ছ্বাস

টানা ৭ ম্যাচে জয়হীন থাকার পর প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছিলেন তারা। লিগে জয় পেলেও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন কাটছেই না। জুভেন্টাসের বিপক্ষেও জিততে পারল না পেপ গার্দিওলার দল। তুরিনের ওল্ড লেডিদের মাঠে ২-০ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছে সিটিজেনদের।

সরাসরি শেষ ১৬তে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে তুরিনের মাঠে জয়ের বিকল্প ছিল না সিটিজেনদের সামনে। জুভেন্টাসের বিপক্ষে জয় তো আসেইনি, ড্রও করতে পারেনি সিটি। ম্যাচের শুরু থেকেই সিটির উপরে চড়াও হয়েছে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করলেও সিটি রক্ষণভাগ বারবারই রুখে দিয়েছেন তাদের। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে অবশ্য জুভেন্টাসকে আর আটকাতে পারেনি সিটি। ৫৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন দুসান ভাহোভিচ। দারুণ এক হেডে দলকে লিড এনে দেন তিনি। ৭৫ মিনিটে আবারও সিটির জালে জুভেন্টাসের গোল। উইয়ার বাড়ানো বলে গোল করে জুভেন্টাসের জয় অনেকটাই নিশ্চিত করেন ওয়েস্টন ম্যাককেনি।

শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও ম্যাচে গোল করতে পারেনি সিটি। ২-০ গোলের হার নিয়েই বাড়ি ফিরতে হয়েছে গার্দিওলাকে। নিজের ক্যারিয়ারে এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগে টানা ৩ ম্যাচে জয়হীন থাকলেন পেপ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২২তম অবস্থানে আছে সিটি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে উঠে গেছে জুভেন্টাস।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ জুভেন্টাস ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর