Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ হাজার ৯৪৪ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১০

ঢাকা: ৬ হাজার ২৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত এরাবিয়ান লাইট ক্রড (এএলসি) তেল, ৫ হাজার ২০৮ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত মারবান এবং ১০ হাজার ৭১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৪৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (১১ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই জ্বালানি তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে এই জ্বালানি তেল আমদানি করা হবে।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এবং দুবাইয়ের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি এবং সৌদি আরবের সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরব’র সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি থেকে ২০২৫ সালের জন্য ৭ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রড (এএলসি) গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রড অয়েল) আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

সারাবাংলা/জিএস/এসআর/আরএস

অপরিশোধিত জ্বালানি তেল এএলসি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি জ্বালানি তেল জ্বালানি তেল আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর