Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করবো : দুদক চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১০

ঢাকা : আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নব নিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। নবনিযুক্ত দুদক কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুদক চেয়ারম্যান বলেন, যেখান থেকে নবজাগরণের সৃষ্টি সেটা হচ্ছে বৈষম্য। বৈষম্য মানেই দুর্নীতি। আমরা যদি দুর্নীতিকে কাৎ করতে পারি, কমিয়ে আনতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমে যাবে। তবে একেবারে নির্মূল হয়ত হবে না। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, সেসব ক্ষেত্রে রাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কাজগুলো যারা ঘটিয়েছেন, তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান- আমরা সে বিষয়টিই চেষ্টা করবো।

উল্লেখ্য, সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। উভয়েই বিকেল সাড়ে তিনটার দিকে দুদক কার্যালয়ে আসেন।

সারাবাংলা/জিএস/আরএস

দুদক নতুন চেয়ারম্যান যোগদান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর