Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ভারতীয় গরু হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করেছে বিজিবি। এর আগে ভারতের পক্ষ থেকে গরু ফেরতে চেয়ে আবেদন করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরু ফেরত দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে গরুটি।

বিজ্ঞাপন

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারন।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

পতাকা বৈঠক বিজিবি-বিএসএফ ভারতীয় গরু হস্তান্তর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর