Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

চট্টগ্রামে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ির সার্কিট হাউজ সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘরের সামনের মাঠে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন।

বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলেন, ‘আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহিপ্রকাশ মেলাতেই হয়ে থাকে। ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো সকলের মতামত নিয়ে। আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াকে রুপায়ন করা’।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমাদের প্রত্যয় রয়েছে। আমরা বাংলাদেশকে বৈষম্যমুক্ত ছাড়ব। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে তুলে ধরতে হবে। এ তুলে ধরার জন্য সত্যিই একটি মেলার মাঠের প্রয়োজন।’

‘যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের কালচারাল যে উন্নতি এবং শিক্ষাগত প্রসার সেটার জন্য বইমেলাসহ বিভিন্ন মেলার উদযাপনও সেখানে করতে পারি।’

চট্টগ্রামে ছয় দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিজয় মেলার উদ্বোধন। ছবি: সারাবাংলা

জেলা প্রশাসক ফরিদা খানম সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম কৃষ্টি ও ঐতিহ্যে ভরপুর একটি জেলা। এখানে বই, বাণিজ্য ও বিজয় মেলা হয় প্রতিবছর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে যাতে একটি চমৎকার খেলা ও মেলার মাঠ স্থায়ীভাবে করতে পারি সে প্রচেষ্টা অব্যহত থাকবে।’

বিজ্ঞাপন

আউটার স্টেডিয়াম থেকে মেলা সরিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমাদের শুভবুদ্ধির জায়গা থেকে মেলাটি আউটার স্টেডিয়াম থেকে সরিয়েছি। আমরা মনে করেছি সেটা খেলার মাঠ হিসেবেই থাকবে। খেলার মাঠ হিসেবে গুরুত্ব দিয়েছি বলেই আমরা মেলাটি এখানে ট্রান্সফার করেছি। আমরা ভবিষতেও এ মাঠটিকে সংস্কারের আওতায় রাখব। মাঠটিকে খেলার উপযোগী করতে যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমরা নেব।’

‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’- এ স্লোগান নিয়ে চট্টগ্রামে বিজয়ের মাসে বিজয় মেলার আয়োজন করত ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’। সেই মেলা হতো এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে। তবে ২০২৩ সালে মাঠ বরাদ্দ না পাওয়াসহ কয়েকটি কারণে মেলা আয়োজন করা হয়নি। এ বছরও আউটার স্টেডিয়ামে বিজয় মেলা আয়োজনের কাজ প্রায় সেরে ফেলেছিল জেলা প্রশাসন। কিন্তু তোপের মুখে পড়ে খেলার মাঠে মেলা না করার অবস্থান থেকে সরে আসতে হয় তাদের।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রামে বিজয় মেলা বিজয় মেলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর