Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে মাইক্রোবাস চালক পাভেল (৩০), উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে শিশু রাইছা (১১ মাস)।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক  থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের তিনজন নিহত ও ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাস গাড়ি তিনটি হাটিহাতা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ/আরএস

ত্রিমুখী সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর