Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির পর কোনো ক্লাবের কোচ হবেন না গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫

পেপ গার্দিওলা

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে শুধু ক্লাব ফুটবলেই দায়িত্ব পালন করেছেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ঘুরে গত ৯ বছর হলো ম্যানচেস্টার সিটিতেই আছেন পেপ গার্দিওলা। সাফল্যে ভরপুর সিটির দায়িত্ব ছেড়ে পরবর্তীতে কোথায় যেতে চান পেপ, সেই প্রশ্ন বারবারই করা হয়েছে তাকে। চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে পেপ বলছেন, সিটির পর আর কোনো ক্লাবেরই কোচ হবেন না তিনি!

বার্সা, বায়ার্ন, সিটি; তিন ক্লাবের হয়েই পেপ জিতেছেন ক্লাব ফুটবলের সবকিছুই। সিটির সাথে সামনের বছরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। তবে এই মৌসুমে লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, কোথাও সময়টা ভালো যাচ্ছে না সিটিজেনদের। টানা ৭ ম্যাচে জয়হীন থেকে নিজের ক্যারিয়ারে লজ্জার এক রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

গার্দিওলা বলছেন, সিটির পর ক্লাব ফুটবলকে পুরোপুরি বিদায় বলে দেবেন তিনি, ‘আমি সিটির পর অন্য কোনো ক্লাবের কোচ হবো না। আমি হয়তো দীর্ঘমেয়াদের কথা বলছি না। কিন্তু সিটি ছাড়ার পর অন্য কোনো ক্লাবে গিয়ে সবকিছু নতুন করে শুরু করার শক্তি আমার নেই। অনুশীলন, দল গোছানো, সবকিছুর সাথে মানিয়ে নেওয়া; এটা আর সম্ভবই নয়। তবে আমি জাতীয় দলের দায়িত্ব নিতে পারি, সেটা ভিন্ন ব্যাপার। আমি ছুটি নিয়ে গলফ খেলতে চাই। কিছু সময়ের জন্য থেমে যাওয়া আমার জন্য ভালো।’

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছে সিটি। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জুভেন্টাসের বিপক্ষে জয়ের বিকল্প নেই সিটিজেনদের সামনে। পেপ বলছেন, জয় ছাড়া আর কিছু ভাবার উপায় নেই তাদের, ‘আমরা এখন যে পরিস্থিতিতে আছি, ৭ ম্যাচ টানা হারের পর; সেখানে আসলে জয় ছাড়া কিছু ভাবার উপায় নেই। এমনকি পরের ম্যাচটা ছাড়া বেশিদূর ভাবার উপায়টাও নেই। আমাদের সব ম্যাচেই জয়ের জন্য নামতে হবে। তার পরের ম্যাচে কী হতে পারে সেটা নিয়ে ভাবতে চাই না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর