Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ায় বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮

সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ায় বিশৃঙ্খলা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের সংক্ষিপ্ত সামরিক আইন জারি করার পর দক্ষিণ কোরিয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

গণমাধ্যম একটি মন্তব্যে বলেছে, ‘অভিশংসন এবং শাসন সংকটের মুখোমুখি ইউন সুক ইওলের পুতুল সরকার হঠাৎ করে একটি সামরিক শাসনের ঘোষণা করে তার ফ্যাসিবাদী একনায়কত্ব দেখিয়েছেন যা দক্ষিণ কোরিয়া জুড়ে মর্মান্তিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

এতে আরও বলা হয়, ‘সামরিক আইন জারির ঘটনা দক্ষিণ কোরিয়ার সমাজে দুর্বলতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় কঠোরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে। ইউনের সামরিক আইনের আকস্মিক ঘোষণাকে একটি মরিয়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা ইউন সুক ইওলের রাজনৈতিক জীবনের প্রাথমিক সমাপ্তিকে নির্দেশ করে।’

এদিকে, প্রেসিডেন্ট ইউন বেসামরিক শাসন স্থগিত করার পরে শনিবার হিমাঙ্কের তাপমাত্রা উচ্চ থাকা সত্ত্বেও দেশটির হাজার হাজার মানুষ তার ক্ষমতাচ্যুতির দাবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করে।

তিনি অভিশংসন প্রস্তাব থেকে বেঁচে গিয়েছেন। বিরোধীরা শনিবার দ্বিতীয় অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা করছে।

সারাবাংলা/এসডব্লিউ

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সামরিক আইন জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর