Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারে ব্যাটারদের দুষলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১০:০০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪১

টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ

এই সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ওয়ানডেতে হারেনি বাংলাদেশ। জয়ের সেই ধারা ভেঙে গিয়েছিল আগের ম্যাচেই। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় ম্যাচেও পরাজয় বরণ করে নিতে হলো মেহেদি মিরাজের দলকে। ৭ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। হারের পর মিরাজ বলছেন, ব্যাটারদের বাজে পারফরম্যান্সের কারণেই এমন সিরিজ হারের তিক্ত স্বাদ পেল দল।

ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৫ রানেই ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ-সাকিব রেকর্ড জুটিতে ২০০ পেরোয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ২২৭ রানের স্কোর দাড় করালেও সেটা অনায়াসেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেন ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হওয়ার পর মিরাজ বলছেন, ব্যাটারদের ভুলেই হারতে হয়েছে তাদের, ‘মাঝে ওভারে আমরা একেবারেই ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও তানজিম সাকিব ভালো খেলেছে। ভুলটা আমাদের অন্য ব্যাটারদেরই।’

শুরুতেই দ্রুত উইকেট হারালেও মিডল অর্ডারের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বলে বিশ্বাস মিরাজের, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো বোলিং করেছে। আমরাও শুরুতে রান উঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভেবেছি ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের যথেষ্ট রান ছিল না স্কোরবোর্ডে। ৩০০ রানের বেশি হয়ে লড়াই করা যেত।’

বাংলাদেশের বোলাররা অল্প পুঁজি নিয়েও লরে গেছে। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসা করতে ভোলেননি মিরাজ, ‘প্রথম ১০ ওভারে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। বিশেষ করে রানা। এই উইকেটে এত কম রান ডিফেন্ড করা খুবই কঠিন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর