Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্ষদ ভেঙে দিয়ে নির্বাচন চান বিকেএমইএ’র বৈষম্যবিরোধীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৪

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)

ঢাকা: দেশের নিটওয়্যার মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নির্বাচন দাবি করে বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছেন বৈষম্যের শিকার বিকেএমইএ’র সাধারণ সদস্যদরা। তাদের পক্ষে ওই চিঠি পাঠান প্রিতম নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর আহমেদ ও কেএএস নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগির কবির। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

গেল ২৬ নভেম্বর ‘স্বৈরশাসকের সুবিধাভোগী বিকেএমইএ’র সভাপতি ও কমিটি প্রসঙ্গে’ শীর্ষক পাঠানো ওই চিঠিতে বলা হয়, ২০১০ সাল থেকে টানা ১৪ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতির পদ আঁকড়ে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদসদস্য সেলিম ওসমান। প্রথমবার দায়িত্ব নেওয়ার পর থেকে নামকাওয়াস্তে কয়েকটি নির্বাচন হলেও পরবর্তী সময়ে ‘তথাকথিত সমঝোতা’র মাধ্যমে পর্ষদ করে নিজের অনুগতদের নিয়ে সংগঠন পরিচালনা করেছেন। বিকেএমএইতে সব কিছুই চলতো সেলিম ওসমানের নির্দেশনা অনুযায়ী। এমনকি কে কোন পদে থাকবেন সেটাও নির্ধারণ করে দিতেন তিনি। সরকারের পট পরিবর্তনের পর গত ২৪ আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সেলিম ওসমান পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, তবে তিনি কমিটি পুনর্গঠন করার ঘোষণা না দিয়ে নতুন সভাপতি নির্বাচন করেন এবং তার প্রতি সমর্থন জানিয়ে পর্ষদকে অনুরোধ করেন; যা এই ধরনের নেতৃস্থানীয় সংগঠনটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সেলিম ওসমান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘বর্তমান নির্বাহী সভাপতি হাতেম দীর্ঘদিন ধরে আমাকে, বিকেএমইকে ও নিট সেক্টরের উন্নতির জন্য সহায়তা করে গেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমি পরিচালনা পর্ষদের সকলের কাছে অনুরোধ রাখতে চাই, আমার বিদায়ের পরপর বিকেএমইএ ও নিট সেক্টরের উন্নয়নকল্পে মোহাম্মদ হাতেম’র অবদান এবং প্রচেষ্টার কথা স্মরণ করে তাকে এই নতুন বিকেএমইএ পরিচালনার জন্য সভাপতির দায়িত্বভার অর্পণ করা হোক।’

চিঠিতে আরও বলা হয়, অনুগত পর্ষদও বিনা বাক্য ব্যয়ে তার কথা মেনে নিয়েছেন এবং মোহাম্মদ হাতেমকে সভাপতি, সাবেক স্বৈরশাসকের দোসর সেলিম ওসমানের অনুগতদের নিয়েই গঠিত হয়েছে প্রহসনের বর্তমান পর্ষদ।

উল্লেখ্য, মোহাম্মদ হাতেম বিগত তিন বছর ধরে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে তৈরি করার লক্ষ্যে ২০২১ সালে নির্বাহী সভাপতির একটি নতুন পদ সৃষ্টি করে তাকে সেই পদে বসান সেলিম ওসমান। বিগত আওয়ামী লীগ শাসনামলের পুরোটাই সেলিম ওসমানের অনুগত থেকে মোহাম্মদ হাতেমও পুরোপুরি ক্ষমতার সদ্বব্যবহার করেছেন। তিনি সরকারের কতটা আজ্ঞাবহ সর্বশেষ তার প্রমাণ দিয়েছেন গত ২২ জুলাই। সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ব্যবসায়ীদের সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

নির্বাচন পর্ষদ বিকেএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর