Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক নেতা গ্রেফতার
তেজগাঁওয়ে সড়ক অবরোধ, পরে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:১১

শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

ঢাকা: বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতারের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। অবশ্য রাত ১০টার দিকে তারা সড়ক থেকে সরে যায়।

এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত্রি সাড়ে ৭টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এ সময় তারা তেজগাঁও ও সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিজ্ঞাপন

তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হন। এর পর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। ফলে সড়কে আটকে পড়ে হাজারো পরিবহণ। ডাইভারশন দিয়েও রাস্তার পরিস্থিতি সামাল দিতে পারেনি ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, ‘তিব্বত ও সাতরাস্তা মোড় অবরোধ করেছিল শ্রমিকরা। এতে মূল সড়ক ছাড়াও অলিগলিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বললে এক পর্যায়ে তারা সড়ক ছেড়ে চলে যায়।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান জানান, আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ প্রত্যাহার শ্রমিক নেতা গ্রেফতার সড়ক অবরোধ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর